লম্বা সময় পর অলিম্পিক গেমসে ফিরতে যাচ্ছে ক্রিকেট। সময়ের হিসেবে ১২৮ বছর। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটের জমজমাট লড়াই। জানা যায়, পুরুষ ও মহিলা বিভাগে ৬ টি করে দল প্রতিদ্বন্দ্বিতা করবে। সম্প্রতি ভেন্যু সম্পর্কে তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।
যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় শহর পোমোনাতে অলিম্পিক ক্রিকেট অনুষ্ঠিত হবে। এলএ২৮ এর আয়োজক কমিটি এক বিবৃতিতে জানায়, ক্রিকেট (টি২০) বিশ্বব্যপী একটি জনপ্রিয় ইভেন্ট যা ২০২৮ অলিম্পিকে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রিকেট আয়োজনের জন্য পোমোনার ফেয়ারগ্রাউন্ডে অস্থায়ী ভিত্তিতে একটি ভেন্যু নির্মাণ করা হবে।
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ। তিনি বলেন, ‘যদিও ক্রিকেট বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় একটি খেলা, সে কারণ অলিম্পিকে এটা ফিরে আসা স্বস্তির খবর। আকর্ষণীয় টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে নতুন নতুন দর্শক ক্রিকেটের প্রতি আগ্রহী হয়ে উঠবে। আইসিসির পক্ষ থেকে আমি এলএ২৮ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।‘
অলিম্পিকে শেষবার ক্রিকেট ইভেন্ট হয়েছিল ১৯০০ সালে। এরপর থেকে অনেক চেষ্টা করা হলেও আর ক্রিকেট ফেরেনি অলিম্পিকে। অবশেষে সম্মিলিত চেষ্টায় আসন্ন অলিম্পিকে দেখা যাবে ক্রিকেট ম্যাচ।
এমএইচ//