বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা জাভেদ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকাই চলচ্চিত্রের প্রবীণ ও জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাহী সদস্য সনি রহমান এই খবর নিশ্চিত করেন।

তিনি বলেন,জাভেদ ভাই ক্যানসারে আক্রান্ত এবং আরও নানা রোগে ভুগছেন। আজ হঠাৎ করেই তার অবস্থা খারাপ হয়ে যাওয়ায় আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা তার পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজন হলে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।’

ইলিয়াস জাভেদ স্ত্রী ডলি জাভেদ দেশবাসীর কাছে তার স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

কিংবদন্তি এই অভিনেতা ১৯৪৬ সালে ভারতের গুজরাটে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল তার গভীর টান। সিনেমা দেখা আর গান শোনা ছিল তার প্রিয় সময় কাটানোর মাধ্যম, যা নিয়ে পরিবারের সঙ্গে মতবিরোধ দেখা দিলে তিনি চুপিসারে গুজরাট ছেড়ে পাড়ি জমান ঢাকায়।

ঢাকায় এসে ১৯৬৩ সালে তিনি চলচ্চিত্রে নৃত্য পরিচালনার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তার অভিনয় চলচ্চিত্র জীবনের প্রথম কাজ ছিল উর্দু ভাষার ছবি ‘মালান’-এ। এরপর ১৯৬৭ সালে ‘পুনম কি রাত’-এও নৃত্য পরিচালনা করেন। এরপর থেকে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি—সত্তর ও আশির দশকে তিনি শতাধিক ছবিতে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন। সে সময় তিনি ‘ইলিয়াস’ নামেই পরিচিত ছিলেন।

১৯৬৪ সালে ‘নয়ি জিন্দেগি’ নামের একটি উর্দু ছবির মাধ্যমে তিনি অভিনয়ে নাম লেখান। পরে তিনি শতাধিক চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘নিশান’, ‘দোস্ত দুশমন’, ‘অন্ধ প্রেম’, এবং ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ তার উল্লেখযোগ্য কিছু সিনেমা। বিশেষ করে ‘নিশান’ ছবিতে তার অভিনয় তাকে এনে দেয় জনপ্রিয়তার শীর্ষে।

আশির দশকে ইলিয়াস জাভেদ ভালোবেসে বিয়ে করেন নায়িকা ডলিকে। দুজনে মিলে রাজধানীর উত্তরায় বাস করছেন দীর্ঘদিন ধরে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইলিয়াস জাভেদ