আফগানিস্তানের নারী ক্রিকেটারদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দেশটির নারী ক্রিকেটারদের জন্য আইসিসি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) থেকে অর্থ প্রদান করা হবে। এখানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) কোনো অর্থ থাকবে না।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে আইসিসির একজন মুখপাত্র জানান, আফগানিস্তানের বাস্তুচ্যুত নারী ক্রিকেটারদের সাহায্য করা হবে। যেখানে কোচিং, মেন্টরশিপ যুক্ত থাকবে। যা একটি ডেডিকেটেড ফান্ড দ্বারা পরিচালিত হবে।
গত বছর এসিবির প্রাপ্ত মুনাফা আফগানিস্তানের নারী ক্রিকেটারদের মধ্যে বণ্টন নিয়ে আলোচনা উঠেছিল। কিন্তু পরে আর এটি আলোর মুখ দেখেনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ড একমাত্র পূর্ণ সদস্যের বোর্ড, যারা তাদের মেয়েদের মাঠের ক্রিকেটে আনেনি। এর মূল কারণ হিসেবে, ২০২১ সালে আফগানিস্তানের তালিবান শাসনের কথা উঠে আসছে।
গত সপ্তাহে জিম্বাবুয়েতে আইসিসির একটি বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। যেখানে পরিকল্পনা করা হয়েছে, যা চার বছরের মধ্যে আইসিসির গ্লোবাল গভর্নিং বডির প্রথম পদক্ষেপ আফগানিস্তানের নারী ক্রিকেটার বিষয়ক।
জানা যায়, এই উদ্যোগ আফগানিস্তানের নারী ক্রিকেটারদের মাঠে নামানোর পথ সহজ করবে না। কারণ পুরো বিষয়টি এসিবির সিদ্ধান্তের ওপর নির্ধারিত। আইসিসি আশা করছে, তারা নারী ক্রিকেটারদের খেলাধুলায় অংশগ্রহণ ও উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে কাজ করতে পারে।
এমএইচ//