চট্টগ্রামে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম দিনের শেষদিকে বাংলাদেশি বোলারদের দাপটে ৯ উইকেট হারিয়ে ২২৭ রানে দিন শেষ করেছে সফরকারী দল। তাইজুল ইসলাম একাই শিকার করেছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে ১৬তম বারের মতো ৫ উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। এছাড়াও নাঈম হাসান ২ টি, তানজিম হাসান সাকিব ১ টি উইকেট নিয়েছেন।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারেন ভালো শুরু করলেও দুজনেই ২১ রানের বেশি করতে পারেননি। বেনেটের উইকেটটি নিয়েছেন অভিষিক্ত তানজিম সাকিব। আর কারেনকে ফিরিয়েই তাইজুল তার উইকেটের ঝুলি খুলেছেন।
জিম্বাবুয়ের পরের দুই ব্যাটার নিক ওয়েলচ ও শন উইলিয়ামস দুর্দান্ত ব্যাট করেছেন। নিক ১৩৩ বলে ৫৪ আর উইলিয়ামস ১৬৬ বলে ৬৭ রান করে ফিরেছেন। ওয়েলচ অবশ্য চট্টগ্রামের গরমে মাঠের বাইরে ছিলেন অনেকটা সময়। ফেরার পর তাইজুলের বলে ফিরতে হয়েছে তাকে, আর এই উইকেটটি নিয়েই এই বাঁহাতি স্পিনার পাঁচ উইকেট শিকার করে নেন।
অধিনায়ক ক্রেইগ আরভিন ৫ রানের বেশি করতে পারেননি। উইলিয়ামস ও আরভিনের উইকেট দুইটি নিয়েছেন নাঈম। পরের ব্যাটারদের মধ্যে উল্লেখযোগ্য ওয়েসলি মাধেভেরে ১৫ ও তাফাদওয়া সিগা ১৮ রান করেছেন। তাফাদওয়া অপরাজিত ছিলেন।
এমএইচ//