যুক্তরাষ্ট্র ও চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপ যেন থামছেই না। এবার চীনা পণ্যের ওপর ২৪৫ শতাংশ শুল্ক ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে এক বিবৃতি দিয়ে হোয়াইট হাউস এ তথ্য জানায়।
হোয়াইট হাউস জানায়, কয়েক মাস আগেও চীন আমেরিকায় গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও সামরিক ক্ষেত্রে ব্যবহারযোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ উপকরণ রপ্তানি নিষিদ্ধ করেছিল। এ সপ্তাহে চীন ছয়টি ভারী বিরল মৃত্তিকা ধাতু এবং বিরল মৃত্তিকা চুম্বকের রপ্তানি স্থগিত করেছে। এর মাধ্যমে তারা গাড়ি প্রস্তুতকারক, মহাকাশযান নির্মাণকারী, সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক ঠিকাদারদের কাছে সরবরাহ বন্ধ করতে চাইছে।
এর আগে, গত শুক্রবার (১১ এপ্রিল) মার্কিন পণ্যের আমদানির ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করে চীন। দেশ দুইটি তাদের বাণিজ্যবিষয়ক এই পাল্টাপাল্টি শুল্কারোপ গত বেশ কয়েকদিন থেকেই চালিয়ে আসছে।
এমএইচ//