খেলাধুলা

দুই লেগে রিয়ালের এক গোল, ১৬ বছর পর সেমিতে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

ছবি: গেটি ইমেজ

প্রথম লেগে আর্সেনালের এগিয়ে থাকা দিয়েই ভিন্ন বার্তা পাওয়া যাচ্ছিল। নিজেদের ঘরে রিয়ালকে ৩-০ গোলে হারিয়ে দেওয়ার পর অপেক্ষা ছিল দ্বিতীয় লেগের। ফিরতি লেগে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হারিয়ে দিয়েছে আর্সেনাল। এতে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়নকে বিদায় করে শিরোপা জিতলো গানাররা।

রিয়াল মাদ্রিদের প্রথম অর্ধ পার হয়েছে খুব নীরবেই। একটি শটও তারা লক্ষ্যে রাখতে পারেনি। গোলশূন্য কাটে প্রথম অর্ধ। অবশ্য একটি পেনাল্টি পেয়েছিল আর্সেনাল, সেটি মিস করেন বুকায়ো সাকা। এরমধ্যে ম্যাচের ২৩ মিনিটে এক ঘটনা ঘটে। যেখানে আগের ম্যাচের নায়ক ডেকলান রাইস নিজেদের বক্সে এমবাপ্পের জার্সি টেনে ধরলে, সাথে সাথে বাঁশি বাজিয়ে পেনাল্টি দেন রেফারি।

পরে ভিএআর যাচাইয়ের পর দেখা যায় এমবাপ্পে ফাউলের শিকার হননি, কোনো অফসাইডও হয়নি। এরপর রেফারি পেনাল্টি উঠিয়ে নেন এবং হলুদ কার্ডও বাতিল করে দেন।

দ্বিতীয়ার্ধে গিয়ে রিয়াল মাদ্রিদ আক্রমণের জন্য উঠে-পড়ে লাগে। ম্যাচের ৬১ মিনিটে কার্লো আনচেলত্তি ৩ বদলি নামান। তবে লাভের লাভ হয়নি। আর্সেনাল ৬৫ মিনিটে গিয়ে গোল দিয়ে বসেন। সাকার পা থেকে দারুণ গোলটি পায় গানাররা। এর দুই মিনিট পর ভিনিসিয়াস জুনিয়র একটি গোল শোধ করেন।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে এসে মার্তিনেল্লি আর্সেনালের হয়ে আরও একটি গোল করেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় ও সেমিফাইনালে ওঠার আনন্দ নিয়ে বার্নাব্যু ছেড়েছে আর্সেনাল। দলটি ১৬ বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করলো।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন আর্সেনাল | রিয়াল মাদ্রিদ