ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ইনস্টিটিউটের উপাধ্যক্ষ শাহেলা পারভীনকে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। তিনি আয়ন-বায়ন ক্ষমতাসহ এ দায়িত্ব পালন করবেন।
বুধবার (১৬ এপ্রিল) রাতে জারি করা এক প্রজ্ঞাপনে এ বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এতে সই করেন উপ-সচিব মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার।
এর আগে বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ে সাতরাস্তা মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন। ঢাকার শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সারাদেশে জেলায় জেলায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
ছয় দফা দাবিগুলো হলো :
১. অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে অপসারণ
২. কারিগরি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকীকরণ
৩. ইন্ডাস্ট্রি লিংকেজ এবং ইন্টার্নশিপ নিশ্চিতকরণ
৪. সেশনজট নিরসনে পদক্ষেপ
৫. শিক্ষক স্বল্পতা দূরীকরণ
৬. টেকসই ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিতকরণ
এসকে//