খেলাধুলা

দেখে নিন চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের সময়সূচি

স্পোর্টস ডেস্ক

ছবি: উয়েফা চ্যাম্পিয়নস লিগ

উয়েফা চ্যাম্পিয়নস লিগে নির্ধারন হয়ে গেছে সেরা চার দল। মঙ্গলবার ও বুধবার রাতের ম্যাচ দিয়ে বার্সেলোনা, পিএসজি, আর্সেনাল ও ইন্টার মিলান উঠেছে সেমিফাইনালে। অ্যাস্টন ভিলার বিপক্ষে পিএসজি, বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলেছে ইন্টার মিলান।

সেমিফাইনালে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। অন্যদিকে ইংলিশ ক্লাব আর্সেনালের প্রতিপক্ষ ফরাসি ক্লাব পিএসজি। চলতি মাসের ২৯ ও ৩০ তারিখ সেমিফাইনালের প্রথম লেগ। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে মে মাসের ৬ ও ৭ তারিখ।

আর্সেনাল ও পিএসজি মুখোমুখি হবে ২৯ এপ্রিল। ম্যাচের ভেন্যু আর্সেনালের মাঠে এমিরেটস। ৩০ এপ্রিল অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বার্সেলোনা ও ইন্টার মিলান।

এরপর, দ্বিতীয় লেগে ৬ মে সান সিরোতে ইন্টার ও বার্সা লড়বে।  প্যারিসে ৭ মে মুখোমুখি হবে আর্সেনাল ও পিএসজি।

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১ টায়।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস লিগ | সেমিফাইনাল