আন্তর্জাতিক

পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে ইরান, দাবী আইএইএ’র

ইরান বিপজ্জনক পারমাণবিক অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। এমনটা সতর্কতা জানিয়েছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা-আইএইএ। ফরাসি সংবাদমাধ্যম লে মন্ডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর মন্তব্য করেন আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি। 

আসছে শনিবার (১৯ এপ্রিল) পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বিতীয় পর্বের আলোচনার আগেই এমন বিস্ফোরক তথ্য জানালেন রাফায়েল গ্রোসি। 

তিনি  বলেন, ইরানের কাছে ইতোমধ্যেই  পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজনীয় প্রযুক্তি ও উপাদান রয়েছে। তারা চাইলে যেকোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম।

২০১৫ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে।

এদিকে শিগগিরই ইরান সফরে যাচ্ছেন রাফায়েল গ্রোসি। সেখানে তিনি ইরানের সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আলোচনা করবেন। 

বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই পারমাণবিক বোমার নির্মাণের দিকে এগিয়ে যায়, তাহলে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে যেতে পারে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতা, যার পরিণতি হতে পারে ভয়াবহ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ইরান | পরমাণু | যুক্তরাষ্ট্র