পাকিস্তানের কাছ থেকে ৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ। এছাড়া মুক্তিযুদ্ধের সময় আটকা পড়া ৩ লাখ ২৫ হাজার পাকিস্তানিদের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্র সচিবের বৈঠক শেষে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র সচিব বলেন, পাকিস্তানের সঙ্গে স্থবির সম্পর্ক জাতীয় স্বার্থের কথা মাথায় রেখেই এগিয়ে নেবে বাংলাদেশ। ঐতিহাসিকভাবে অমিমাংসিত ইস্যু সমাধানের জন্য আলোচনা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশি পণ্যের বাজার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন,খুব শিগগিরই বাংলাদেশ পাকিস্তান ফ্লাইট চালু হবে। বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে নতুন গতি আনতে বৈঠকে জোর দিয়েছে উভয় দেশ।
তিনি আরও বলেন, আজকের বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে আলোচনা হয়েছে, সফরের তারিখ চূড়ান্ত হয়েছে। তিনি ২৭-২৮ এপ্রিল ঢাকা সফর করবেন।
এর আগে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমকর্মীদের আলোচনা ফলপ্রসূ হওয়ার বার্তা দিয়েছেন আমনা বালুচ। কেমন আলোচনা হয়েছে, গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের উত্তরে তিনি সংক্ষেপে জবাব দিয়েছেন ‘নাইস’।
আই/এ