জাতীয়

জুনে মিলতে পারে আইএমএফ-এর ঋণের দুই কিস্তি

ছবি: সংগৃহীত

২০২৩ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে দেশের সামষ্টিক অর্থনীতির সংকট কাটাতে প্রথম কিস্তি গ্রহণ করেছিলো বাংলাদেশ। আসছে জুনে পাওয়া যেতে পারে ঋণের ৪র্থ ও ৫ম কিস্তির অর্থ। তবে এর জন্য পূরণ করতে হবে আইএমএফের সকল শর্ত।

শর্ত পূর্বং করার জন্য রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড়ের কথা জানিয়েছে আইএমএফ।

চলতি মাসের প্রথম সপ্তাহে অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ডসহ (এনবিআর) সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল।

সফরের শেষ দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে বসেন দলটির সদস্যরা।

বৈঠকে শেষে ব্রিফিংয়ে আইএমএফের প্রতিনিধিরা জানান, শর্ত পূরণে  রাজস্ব আদায় বাড়াতে সব ধরনের কর ছাড় বাতিল করতে হবে।

তবে সংস্থাটির প্রতিনিধিরা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়তে থাকায় বাজারমুখী মুদ্রা বিনিময় হার নিয়ে তারা সন্তুষ্ট।

প্রতিনিধিরা জানান, বাংলাদেশকে দেওয়া ৪৭০ কোটি ডলার ঋণের ৪র্থ ও ৫ম কিস্তি আগামী জুনে পাওয়া যেতে পারে।

এছাড়া বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মুখেও মূল্যস্ফীতি কমতে থাকায় বাংলাদেশের প্রশংসা করেছে আইএমএফ। তবে এসময় বাংলাদেশকে সতর্ক করে তারা জানান, আগামীতে বহুমুখী অর্থনৈতিক চ্যালেঞ্জও সামলাতে হতে পারে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন আইএমএফ | ঋণ