জাতীয়

১০ জেলায় বজ্রপাতে ১৬ জন নিহত

ছবি: সংগৃহীত

দেশের ১০ জেলার বিভিন্ন স্থানে ব্জ্রপাতের ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই পেশায় কৃষক। নিহতদের মধ্যে কেবল কুমিল্লাতেই চারজন মারা গেছেন।

সোমবার (২৮ এপ্রিল) ও রোববার ২৭ এপ্রিল রাতে এসব ঘটনা ঘটে।

কুমিল্লা

কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় ফাহাদ হোসেন (১৩) এবং  মোহাম্মদ জিহাদ (১৪) নামে  দুই স্কুল ছাত্র ঘুড়ি উড়ানোর সময় এবং মুরাদনগরে ক্ষেতে কাজ করার সময় নিখিল দেবনাথ (৫৫) ও  জুয়েল ভূঁইয়া (৩২) নামে দুই কৃষকের মৃত্যু হয়।  সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিশুকে আহত হয়।

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খয়েরপুর আব্দুল্লাহপুর ইউনিয়নের হাওরে ধান কাটার সময় সকাল পৌনে ১০টার দিকে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ইন্দ্রজিৎ দাস (৩০) ও স্বাধীন মিয়া (১৫)। এছাড়া সহোদর দাস (৫০) নামে একজন বজ্রপাতে আহত হয়ে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

নেত্রকোণা

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধনুন্দ গ্রামে নিজ বাড়িতে গতকাল রোববার রাত ১০টার দিকে বজ্রপাতে আহত হন দিদারুল ইসলাম (২৮)। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি পাশের খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় একটি ইফতেদায়ি মাদ্রাসার শিক্ষক ছিলেন।

অপর ঘটনায় আজ সকাল সাতটার দিকে মদন উপজেলার তিয়োশ্রী গ্রামে মো. আরাফাত (১০) নামে এক শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে মাদ্রাসার উদ্দেশে রওনা হয়। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। হঠাৎ করে একটি বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে আজ সকালে গরুর ঘাস কাটতে যাওয়ার সময় বজ্রপাতে রিমন তালুকদার নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রিমন আটগাঁও গ্রামের বাসিন্দা এবং শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

হবিগঞ্জ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দুর্বাসা দাস (৩৫) নামে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

চাঁদপুর

চাঁদপুরের কচুয়ায় ধান কাটার সময় বজ্রপাতের বিকট শব্দে বিশাখা রানী (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের নাহারা গ্রামে এ ঘটনা ঘটে। বিশাখা ওই এলাকার কৃষক হরিপদ সরকারের স্ত্রী।

মৌলভীবাজার

বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে মাখন রবি দাস (৪৮) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।  সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মাখন ওই ইউনিয়নের অহিদাবাদ চা বাগানের মৃত শংকুরা রবি দাসের ছেলে।

শরীয়তপুর

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় গবাদি পশুর জন্য ঘাস আনতে গিয়ে  বজ্রপাতে সেফালী বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার দুপুরে উপজেলার সখিপুর ইউনিয়নের বেপারীকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জমিতে কাজ করার সময় বজ্রপাতে মানিক মিয়া (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা হানিফ মিয়া (৬০) গুরুতর আহত হয়েছেন। আহত হানিফ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর

যশোরের শার্শা উপজেলার বেড়ি নারায়ণপুর গ্রামে ধান গাদা দেয়ার সময় বজ্রাঘাতে আমির হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে বজ্রাঘাতে তিনি মারা যান।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বজ্রপাত