কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় রোমানা আফরোজ রিয়া (১৬) নামে এক পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী রোমানা আফরোজ রিয়া উপজেলার কাশিপুর ইউনিয়নের কলেজ মোড় এলাকার আব্দুল রব মেয়ে ও গংগাহাট এমএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম। তিনি জানান, প্রাথমিকভাবে নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে।
নিহতের পরিবারের ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এসএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার পর থেকেই মন খারাপ করে সারাক্ষণ রুমে ছিল রোমানা। এক পর্যায়ে পরিবারের অজান্তে রুমের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার মা তাকে ডাকার জন্য গেলে দরজা বন্ধ পায়। মেয়েকে ডাকলে কোন সাড়াশব্দ না পাওয়া দরজা ভেঙ্গে রুমে ঢুকতে দেখতে পান মেয়ের মেয়ের নিথর দেহ আঁড়ার সঙ্গে ঝুলছে। পরে নিহতের মায়ের চিৎকারে প্রতিবেশী ছুটে আসে।
খবর পেয়ে রাত সাড়ে ৮ টার দিকে ইসলাম পুলিশের একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
এমএ//