জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে প্রবেশ করে এনসিপির একটি প্রতিনিধি দল। পরে বেলা ১১টার কিছু পর শুরু হয় আনুষ্ঠানিক বৈঠক।
এনসিপির প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মূলত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে দেশের মৌলিক সংস্কার নিয়ে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে আজকের এ বৈঠক।
এর আগে গেলো ২৩ মার্চ কমিশনের সংস্কার সংক্রান্ত প্রস্তাবনা বিষয়ে দলীয় মতামত লিখিতভাবে জমা দেয় এনসিপি। এ প্রসঙ্গে দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সাংবাদিকদের জানান, জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১৩টি প্রস্তাবে তারা পুরোপুরি একমত হয়েছেন। এছাড়া ২৯টি প্রস্তাবে তারা আংশিক একমত এবং বাকি ২২টি প্রস্তাবে একমত হতে পারেননি।
তিনি আরও জানান, গঠনমূলক রাজনৈতিক সংস্কার ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এনসিপি কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও সংলাপ ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে যেতে আগ্রহী।
এসি//