দেশজুড়ে

১৪ ঘণ্টা পর খালে পড়া সেই শিশুর লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামের চক্তাই খাল থেকে ৬ মাসের শিশু সেহরিশের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রামের চকবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়। পরে মা ও দাদিকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় ৬ মাসের শিশু সেহরিস। এরপর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রিকশাটি নালায় পড়ে যায়। খবর পেয়ে চসিকের পরিচ্ছন্ন কর্মী এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার পর রিকশাচালক পালিয়ে যায়

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | শিশু নিখোঁজ