অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর বিমান হামলা চালিয়ে আরও ৫৪ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল। এসময় আহত হয়েছেন আরও অনেকে। রোববার (২০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে এখন পর্যন্ত গাজায় ৫১ ৬৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ১ লাখ ১৬ হাজার ৫০৫ জন। ধ্বংস্তুপের নিচে চাপা পড়ে রয়েছে আরও হাজার হাজার মানুষ।
প্রতিবেদনে বলা হয়, হামাস আরেকটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি প্রস্তাব প্রত্যাখ্যান করায় এবং বন্দিদের মুক্তির বিনিময়ে সংঘাতের অবসানের জন্য চুক্তির দাবি জানানোর পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।
জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল।
তবে দুইমাসের মধ্যে যুদ্ধবিরতি বানচাল করে গেলো ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গাজায় নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও বহুসংখ্যক।
এমএ//