আকাশে জমছে মেঘ, বাতাসে বাড়ছে শঙ্কা। দেশের ১১ জেলার ওপর দিয়ে আজ সন্ধ্যা ৬টার মধ্যেই বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টি- এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২০ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এসি//