জাতীয়

মেজাজ হারিয়ে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

বায়ান্ন প্রতিবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক ১২ মন্ত্রী-প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুই উপদেষ্টাসহ মোট ১৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই আসামিদের মধ্যে অন্যতম ছিলেন শাজাহান খান, যিনি একপর্যায়ে মেজাজ হারিয়ে নিজের মাথা থেকে হেলমেট ফেলে দেন। এ ঘটনা ঘটে যখন তাকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছিল। ঘটনার পর পুলিশ সদস্যরা দ্রুত তার মাথায় হেলমেট আবার পরিয়ে দেন।

ট্রাইব্যুনালের বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি প্যানেল এ বিষয়ে শুনানি করবে। অন্যান্য দুই বিচারপতি হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল এবং আসামিদের উপস্থিতি ট্রাইব্যুনালে ছিল অনির্দিষ্ট সময় পর্যন্ত।

 

এসি//

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | শাজাহান খান