চট্টগ্রামে সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দুই নারী যাত্রী দগ্ধ হয়েছেন। রোববার (২০ এপ্রিল) ভোরে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো এলাকায় এই ঘটনা ঘটে।
দগ্ধ দুই নারী হলেন, রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সিটিয়াপাড়া শান্তিনগর গ্রামের বাসিন্দা লায়লা (৫০) ও ৫ নম্বর ওয়ার্ডের জালালিহাট উজির আলী মাঝির বাড়ির বাসিন্দা ঝর্ণা (৩০)।
এ বিষয়ে অটোরিকশা চালক জামি জানান , অটোরিকশাটি আতুরার ডিপো চামড়াগুদাম এলাকায় পৌঁছানোর পর তিনজন মুখোশধারী ব্যক্তি তাদের দিকে পেট্রোলবোমা নিক্ষেপ করেন। ফলে অটোরিকশার মধ্যে আগুন ধরে যায়। এতে দুই যাত্রী দগ্ধ হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান , আগুনে দগ্ধ দুই নারীকে ভোরে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।
এসকে //