দেশজুড়ে

অভিযুক্ত নিজেই কবরে থেকে বের করে দিলো পিস্তল

আহমাদ সোহান সিরাজী / সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় কার্টুন কারখানার ঝুট ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই রাউন্ড গুলি ছুড়েছেন জিয়া দেওয়ান (৩৫) নামে এক ব্যক্তি। ঘটনার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ বিদেশি পিস্তল।

রোববার (২০ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ওসি মো. জালাল উদ্দিন। তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এবং পূবাইল থানার খিলগাঁও এলাকায় যৌথ অভিযান চালিয়ে জিয়া দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।

জিয়া দেওয়ান আশুলিয়া থানার জিরাবো ফুলবাগান এলাকার বাসিন্দা এবং আলী দেওয়ান নেওয়াজের ছেলে। আধিপত্য বিস্তার নিশ্চিত করতে তিনি গুলি ছুড়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা পুলিশের (সাভার সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৭ এপ্রিল জিরাবোর ফুলবাগান রোডে এস.এ.এস প্যাকেজিং কারখানার ওয়েস্টেজ কার্টুন ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে নিজের অবস্থান জানান দিতে এবং প্রতিপক্ষকে ভয় দেখাতে একটি অবৈধ বিদেশি পিস্তল দিয়ে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন জিয়া দেওয়ান।

গ্রেপ্তারের পর জিয়ার দেয়া তথ্য অনুযায়ী তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানের একটি কলাগাছের গোড়া থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলটির গায়ে লেখা রয়েছে: "MADE IN USA, NO-1117, ONLY ARMY SUPPLY"। এ সময় একটি খালি ম্যাগাজিন ও একটি গুলির খোসাও উদ্ধার করা হয়।

শাহিনুর কবির আরও জানান, গ্রেপ্তার জিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র আইনে আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন সাভার | আশুলিয়া