ঢাকাসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বজ্রসহ বৃষ্টি হতে পারে । সেই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার (২১ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে ।
এতে বলা হয়েছে, দুই থেকে চার ঘণ্টার মধ্যে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে আজ সকাল ৬টা ৪৫ মিনিট থেকে ঢাকা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, পাবনা, গাইবান্ধা, দিনাজপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
এদিকে প্রতিবেদনে লেখা , আজ সকাল থেকেই ঢাকার আকাশ ছিল কালো মেঘে আছন্ন। সকাল সাড়ে ৭টাও আবহাওয়ার গুমোট পরিস্থিতি ছিল।
পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ২ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এসময় ৮৭ শতাংশ বাতাসের আর্দ্রতা ছিল । আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পূর্বাভাসে জানানো হয়েছে একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে । গেলো রোববার (২০ এপ্রিল) রাতে ঢাকাসহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ সারা দেশে দিন ও রাতের তাপামাত্রা সামান্য বাড়তে পারে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িক মেঘলা ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা পরবর্তীতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি ও স্বাভাবিক গতির চেয়ে বেশি বেগে বাতাস হতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এসকে//