বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। দিনের তৃতীয় ওভারে নাহিদ রানা উদযাপনে মাতলেন। শর্ট বলে ক্যাচ তুলে দিলেন কারান, জিম্বাবুয়ে হারালো তাদের প্রথম উইকেট। ব্যক্তিগত ১৮ রানে কারানকে বিদায় করার পর আরও ২ উইকেট নিয়েছে বাংলাদেশি বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন উইকেট হারানো জিম্বাবুয়ে দলীয় শতক ছাড়িয়েছে।
এবারও নাহিদ শিকারির ভূমিকায়। আরেক ওপেনার ব্রায়ান বেনেটকে ক্যাচে ফিরিয়েছেন, ক্যাচ নিয়েছেন উইকেটরক্ষক জাকের আলী। বেনেট ৬৪ বল খেলে ৫৭ রানে বিদায় নেন। এর পরের ওভারেই হাসান মাহমুদ জিম্বাবুয়ের তৃতীয় উইকেটটি নিয়েছেন। নতুন ব্যাটার নিক ওয়েলচ মাত্র ২ রান করে ফিরেছেন। হাসানের দুর্দান্ত লাইন-লেন্থের বল সরাসরি উইকেট ভেঙে দেয় ওয়েলচের।
সিলেটে প্রথম দিনে বাংলাদেশ অলআউট হয়ে ১৯১ রানে। এরপর শেষ বেলায় ব্যাট করতে নেমে ১৪ ওভার ১ বল খেলে বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শেষে করে জিম্বাবুয়ে।
এমএইচ//