সংস্কারের মূল উদ্দেশ্য পুনরায় যাতে দেশে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত না হয়। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করাই ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য। বললেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রিয়াজ।
আজ সোমবার (২১ এপ্রিল) সকাল দশটায় জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠক শুরুর আগে এ কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আরও বলেন, সবাই মিলে এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সবাই কথা বলতে পারবে। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড থাকবে না। আইনের শাসন প্রতিষ্ঠা হবে।
এর আগে সকাল ১০টার দিকে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনের এলডি ভবনে আসেন৷
এসময় জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন৷
জেএইচ