জাতীয়

বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

বায়ান্ন প্রতিবেদন

দুর্নীতির অভিযোগে সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক আইজিপির বিরুদ্ধে রেড নোটিশ জারি হলো।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) এনামুল হক সাগর।

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় বেনজীরের বিরুদ্ধে রেড নোটিশের আবেদন করা হয়েছিল। সেই মামলার প্রয়োজনীয় নথিপত্র ইন্টারপোলের কাছে পাঠানোর পর সংস্থাটি গত ১০ এপ্রিল রেড নোটিশ জারি করে।

তবে এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজীর আহমেদের নাম বা ছবি 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় দেখা যাচ্ছে না। পুলিশের ভাষ্য, কিছু আইনি প্রক্রিয়া এখনও বাকি রয়েছে। সেগুলো সম্পন্ন হলে রেড নোটিশটি ওয়েবসাইটেও প্রকাশিত হবে।

পুলিশ জানায়, বেনজীর আহমেদ বর্তমানে সপরিবারে পলাতক। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে, চলমান দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ১১ জনের বিষয়ে ইন্টারপোলের কাছে তথ্য পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধেও যেকোনো সময় রেড নোটিশ জারি হতে পারে বলে জানা গেছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বেনজীর আহমেদ | রেড নোটিশ | ইন্টারপোল