রাজনীতি

ডিসি-এসপি জনগণের পক্ষে না দাঁড়ালে ইতিহাস ক্ষমা করবে না : হাসনাত আব্দুলাহ

সিরাজগঞ্জ প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপির নেতাকর্মীদের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। কারণ, দলীয় কর্মীদের কারণেই আজ আমরা নেতৃত্বের জায়গায়। কোনো কর্মীকে হুমকি দেওয়া হলে, প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত।

সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিত এক পথসভা ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, “আপনারা নির্ভয়ে কাজ করুন। যদি কেউ ভয় দেখায়, সেটি আমাদের জানাবেন। ঢাকা থেকে সিরাজগঞ্জ আসতে যতটুকু সময় লাগে, আমরা তত দ্রুতই পাশে দাঁড়াবো। এনসিপি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

প্রশাসনের প্রতি উদ্দেশ্য তিনি বলেন,ডিসি ও এসপি, প্রশাসনের দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা, কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ হওয়া নয়। আমরা শুনছি, অনেক ডিসি-এসপির কার্যালয় এখন এক বিশেষ রাজনৈতিক দলের দপ্তরে পরিণত হয়েছেএটা জনগণের জন্য অশনি সংকেত।

তিনি আরও বলেন, “আপনারা বাংলাদেশপন্থী হোন, জনগণের পক্ষে থাকুন। কারণ, দিনশেষে ক্ষমতার উৎস জনগণ। কোনো দলের পতন শুরু হলে কেউ আপনাদের রক্ষা করতে আসবে না। বেনজীর আহমেদ বা ডিবি হারুনের মতো দৃষ্টান্তগুলো সামনে আছে। আমরা স্পষ্ট করে বলছিআবাবিল পাখির মতো সাহস নিয়ে আমি কিংবা সারজিস আলম আবারও রাস্তায় নামবে, প্রয়োজনে হাজারো মানুষ সঙ্গে থাকবে।

এদিন সিরাজগঞ্জের পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম-সদস্য সচিব মাহিন সরকার এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

 

আই/এ