জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। হামলার ইন্ধনদাতা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজন ছাত্রের নোংরা রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদও জানান দলের নেতাকর্মীরা।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রংপুর মহানগরীর সেন্ট্রাুল রোডস্থ পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে এ মিছিল বের হয়। পরে পায়রা চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলটির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ভিপি নুরের গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গোটা দেশে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। জাতীয় পার্টি ইসরাইলের টাকায় চলা গণঅধিকার পরিষদকে হিসাব করে না। কিন্তু জাতীয় পার্টির বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দিতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।
ডাকসু সাবেক ভিপি নুরকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একটি গোষ্ঠী ভিপি নুর, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুলাহকে ব্যবহার করে জাতীয় পার্টিকে ধ্বংসের পাঁয়তারা করছে। রাজপথে পথে দেখা হবে, রাজপথে স্লোগান হবে, রাজপথে রক্ত যাবে, রাজপথে মিছিল হবে, হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিকে টিকিয়ে রাখতে নেতাকর্মীরা প্রস্তুত আছে ও থাকব।
প্রসঙ্গত, মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগরের সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।
আই/এ