খেলাধুলা

শক্তিশালী হয়ে ফিরবেন বাবর, বিশ্বাস শান মাসুদের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজ, পাকিস্তান দলে নেই বাবর আজম। এমন ঘটনাই তো দেখা গেল সম্প্রতি। ইংলিশদের বেশ ভালোভাবেই প্রতিহত করেছে পাকিস্তান। বাবরকে ছাড়া এমন পারফরম্যান্সে নতুন আলোচনা উঠেছে। পাকিস্তানের এই সাবেক অধিনায়ক আবার কবে দলে ফিরবেন?

বাবর প্রসঙ্গে কথা বলেছেন পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। বিবিসি স্টাম্পড রেডিওকে দেয়া সাক্ষাৎকারে শান মাসুদ বলেন, বাবর বিশ্বের সেরা ব্যাটারদের মধ্যে একজন। ওর ভবিষ্যৎ নিয়ে বলার আমি কেউ নই। টেস্ট ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হওয়ার সব যোগ্যতাই আছে তাঁর। র‍্যাংকিংয়েও সে সবসময় উপরের দিকেই থাকে। মাঝেমাঝে সবারই বিরতির প্রয়োজন হয়।‘

বাবর আরও শক্তিশালী হয়ে ফিরবেন বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমার মনে হয় এই বিশ্রাম বাবরের উপকার করবে এবং সে আরও শক্তিশালী হয়েই ফিরে আসবে। কিছু সময় আছে যখন শ্বাস নেয়ার জন্য থামতে হয়। সে অনেক ক্রিকেট খেলেছে এবং অনেক কিছু সহ্য করতে হয়েছে। পাকিস্তানের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাটার হিসেবেই থাকবে সে।‘

লাল বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা সিরিজেই ফিরতে পারেন বাবর আজম। এরমধ্যে অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত সাদা বলের সিরিজের দলে আছেন পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার। 

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন বাবর আজম | শান মাসুদ