টস জেতার ভাগ্য পাকিস্তানের পক্ষে ছিল। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়ার পর শুরুটাও ভালো ছিল। আস্তেধীরে ইনিংস এগিয়ে নেয়ার কাজ করেছেন বাবর আজম ও ইমাম-উল-হক। তবে পরপর দুজনেই বিদায় নেন। এরপর সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান মিলে ইনিংস এগিয়ে নিচ্ছেন।
বাবর-ইমামের ৪১ রানের জুটি ভাঙে বাবরের ফেরায়। অষ্টম ওভারের খেলা চলাকালীন বিদায় নেন বাবর। তিনি ২৬ বলে ২৩ রান নিয়ে আউট হন হার্দিক পান্ডিয়ার ডেলিভারিতে।
পরের ওভারে কুলদীপ যাদবের বলে রানআউটের শিকার হন ইমাম। অক্ষর প্যাটেলের দারুণ এক থ্রোতে ফিরেছেন ইমাম। তার সংগ্রহ ছিল ২৬ বলে ১০ রান।
শাকিল ও রিজওয়ান মিলে এখন পর্যন্ত ৪২ রান যোগ করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, পাকিস্তান ২৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৯০ রানে অবস্থান করছে।
এমএইচ//