চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছে। দুবাইয়ে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এরমধ্যে পরপর দুই ওভারে বাবর আজম ও ইমাম উল হকের উইকেট হারিয়েছে দলটি।
অষ্টম ওভারের খেলা চলাকালীন বিদায় নেন বাবর আজম। বাবর ২৬ বলে ২৩ রান নিয়ে আউট হন।
হার্দিক পান্ডিয়া তার দ্বিতীয় ওভার করছিলেন। দ্বিতীয় বলেই একটি লেন্থ ডেলিভারি করেন। বাবর ড্রাইভ খেলতে গেলে, আউটসাইড অফ হয়ে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন।
পরের ওভারে কুলদীপ যাদব তার প্রথম ওভার করতে আসেন। এই ওভারের দ্বিতীয় বলে ইমামকে দারুণ এক থ্রোতে রানআউট করেছেন অক্ষর প্যাটেল। এই ব্যাটার ২৬ বলে ১০ রানে ফিরেছেন।
এতে দলীয় ৪১ রানে প্রথম উইকেট এবং ৪৭ রানে দ্বিতীয় উইকেটের পতন হয় পাকিস্তানের।
এমএইচ//