আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব মিশর-কাতারের

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: রয়টার্স

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে একটি নতুন প্রস্তাবনা উপস্থাপন করেছেন কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা।

ইসরাইল-হামাস যুদ্ধবিরতি আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনের এক সিনিয়র কর্মকর্তা মঙ্গলবার (২২ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, নতুন এই প্রস্তাবে পাঁচ থেকে সাত বছরের জন্য একটি যুদ্ধবিরতির পরিকল্পনা রয়েছে। এতে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

যুদ্ধবিরতি ইস্যুতে মিশরের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য ইসরাইলের একটি প্রতিনিধি দল কায়রো গেছেন।

পৃথক এক প্রতিবেদনে দ্য টাইমস অফ ইসরাইলের জানায়, যুদ্ধবিরতি এবং গাজা থেকে জিম্মিদের মুক্তির জন্য হামাসের সাথে আলোচনায় অগ্রগতি অর্জনের লক্ষ্যে মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা করতে রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় একটি ইসরায়েলি প্রতিনিধি দল কায়রো পৌঁছেছে।

প্রতিনিধি দলটি  মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রস্তাবটি নিয়ে আলোচনা করবে। এই প্রস্তাব নিয়ে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলও কায়রো যাওয়ার কথা রয়েছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | গাজা | কাতার | মিশর | যুদ্ধবিরতি