রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম গেলো এক সপ্তাহের তুলনায় বেড়েছে। কিছুটা স্বস্তি এসেছে মাংস ও মুরগির দামে। তবে মাছের বাজারে এখনও বড় কোনো পরিবর্তন নেই।
শুক্রবার (২৫ এপ্রিল) কারওয়ান বাজার, হাতিরপুলসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। গরমকালীন সবজি উঠতে শুরু করলেও সরবরাহ কম থাকায় চড়া দাম বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানান, শীতকালীন সবজি প্রায় শেষ। গ্রীষ্মকালীন সবজি যেমন কাঁকরোল, ঢ্যাঁড়শ, করলা প্রাথমিক পর্যায়ে বাজারে এসেছে এবং এগুলোর উৎপাদন খরচ তুলনামূলক বেশি হওয়ায় দামও বেশি। শীতকালে লোকসানের কারণে এবার কৃষকরাও দাম বাড়িয়ে বিক্রি করছেন।
বাজারভেদে প্রতি কেজি করলা ৬০-৭০ টাকা, বেগুন ৫০-৮০ টাকা, বরবটি ৮০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লাউ ৬০-৭০ টাকা, টমেটো ৩০ টাকা, কাঁচামরিচ ৮০-১০০ টাকা, কাঁচামরিচ ৮০-১০০ টাকা, ধনেপাতা ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, রমজানে দাম কিছুটা সহনীয় থাকলেও ঈদের পর থেকেই বাজারের চেহারা পাল্টে গেছে। বাজারে নজরদারি না থাকলে আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ার আশঙ্কা করছেন অনেকে।
রমজানে দামে আগুন লাগা লেবু এখন অনেকটাই সস্তা। বর্তমানে প্রতি ডজন বিক্রি হচ্ছে ৩০-৫০ টাকায়।
তবে পহেলা বৈশাখের পর থেকে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এখন প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সামনে আরও বাড়তে পারে।
বাজারে স্থিতিশীল রয়েছে আলুর দাম। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলুর জন্য গুনতে হচ্ছে ২০-২২ টাকা। এছাড়া প্রতিকেজি আদা বিক্রি হচ্ছে ১২০ টাকায়। আর প্রতিকেজি আমদানি করা রসুনের জন্য ১৮০ থেকে ২২০ ও দেশি রসুনে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।
রুই, কাতলা, শিং, মাগুর, পাঙাশ, তেলাপিয়া সব মাছের দাম মোটামুটি আগের মতোই রয়েছে। বড় সাইজের ইলিশ এখন কেজি প্রতি ২২০০ থেকে ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা কমে ১৭০-১৮০ টাকায় নেমেছে। সোনালি মুরগি কেজি প্রতি ২৩০-২৫০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০-৬৮০ টাকায়।
গরুর মাংসের দাম স্থির থাকলেও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা কমে এখন ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, গরমে চাহিদা কমায় মাংসের দামও পড়েছে।
ডিমের দাম কিছুটা বেড়েছে। প্রতি ডজন লাল ডিম ১২০-১৩০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
এমএ//