দেশজুড়ে

পূর্বাচল প্রকল্পের সংকট নিরসনে পূর্বাচল সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার পূর্ব দিকে নতুন শহর বাস্তবায়নের স্বপ্ন নিয়ে গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর প্রকল্প তবে নিজেদের একটি স্থায়ী আবাসের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে এ এলাকায় জমি কিনে ক্রেতারা পড়েছেন বিভিন্ন সংকটে। এবার সংকট মোকাবিলায় তারা গড়ে তুলেছেন পূর্বাচাল সোসাইটি।

শনিবার (২৬ এপ্রিল)  সকাল ১০টায় পূর্বাচল ক্লাবে (প্রকল্প-১২,সড়ক-২০৩, প্লট-৪) পূর্বাচল সোসাইটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির মুখ্য সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক এর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাস্তবায়ন হবার কথা আগামীর ঢাকা, আধুনিক ঢাকা। সেই স্বপ্ন লালন করেই বরাদ্দ প্রাপ্তরা সারাজীবনের সঞ্চিত অর্থ বিনিয়োগ করে,এখানে প্লট ক্রয় করেনকিন্তু আজ স্বপ্ন ও বাস্তবের পর্বতসম ফারাক। স্বপ্নের বাস্তবায়নে প্লট ক্রয়কারীদের নিত্যদিন পাড়ি দিতে হচ্ছে হাজারো সমস্যা ও বাঁধার কঠিন পথ।

এখানকার সীমাহীন সমস্যা সমাধানে করণীয় এবং তা থেকে উত্তরণের জন্য পূর্বাচল প্লট মালিকদের সমন্বয়ে গঠিত পূর্বাচল সোসাইটির প্রথম সভা আজ অনুষ্ঠিত হয়

 বিজ্ঞপ্তিতে বলা হয়,  অনুষ্ঠানের শুরুতে সোসাইটির মুখ্য্ সংগঠক ও সাবেক সচিব ড. এ ওয়াই এম একরামুল হক  পূর্বাচল নতুন শহরের সমস্যা ও সম্ভাবনা বিষয়ে একটি সুন্দর ও গঠনমূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

সভায় পূর্বাচল কে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে পূর্বাচল উন্নয়ন কর্তৃপক্ষ, আলাদা সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশের ৩ টি থানা গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন ডেসকোর চেয়ারম্যান জনাব মোঃ রফিকুল ইসলাম, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব এবিএম আব্দুস সাত্তার এবং বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিজন কান্তি সরকার সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

প্রসঙ্গত, সভায় উপস্থিত ছিলেন প্লট বরাদ্দপ্রাপ্ত অনেক সদস্য,সাবেক ও বর্তমান প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। তারা সবাই মিলে পূর্বাচল প্রকল্পের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার সংকল্প ব্যাক্ত করেন।

 

আই/এ