রাজনীতি

সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে সন্তুষ্ট ইইউ : ডা. তাহের

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, সংখ্যালঘু ও নারীদের বিষয়ে জামায়াতের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সন্তুষ্ট হয়েছে। তিনি আরও জানান, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে দলটির আমির ডা. শফিকুর রহমানের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) মগবাজারে জামায়াতের অফিসে অনুষ্ঠিত বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কথা বলেন।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও জামায়াতের মধ্যে সহযোগিতামূলক আলোচনা হয়েছে, যা দু’পক্ষের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক সুরাহার ইঙ্গিত দেয়।

ডা. তাহের আরও বলেন, জামায়াত নারী ও পুরুষের অধিকারের ব্যাপারে অত্যন্ত সচেতন, তবে তাদের মতে, যৌনকর্মীদের লাইসেন্স দেয়া নারীদের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং এ বিষয়ে দলটির দ্বিমত রয়েছে।

তিনি বলেন, ‘এছাড়া, জামায়াতের পক্ষ থেকে নির্বাচনের সুষ্ঠু আয়োজনের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, এবং নির্বাচনী কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি করা হয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াত প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য চাইছে, যা তারা সরকারের কাঠামো উন্নত করতে সহায়ক মনে করছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | জামায়াতে ইসলামী | ইউরোপীয় ইউনিয়ন