জাতীয়

ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

ছবি: ফাইল ছবি

বিএনপি প্রার্থী মোহাম্মদ ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৭ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গেজেট প্রকাশের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করেন ইশরাক হোসেন ।

সাক্ষাৎ শেষে ইশরাক জানান, মেয়র পদে মেয়াদ কতদিন হবে তা গেজেট হওয়ার পর আইনজীবী প্যানেলের সঙ্গে বসার পর তিনি  বলতে পারবেনআদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশনকে গেজেট প্রকাশ করতে হবে বলেও জানান তিনি।

এর আগে গত ২৭ মার্চ ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেন আদালত। নির্বাচনী ট্রাইব্যুনালে দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ইশরাক হোসেন