জাতীয়

জুলাই অভ্যুত্থানে শহীদ বাবার পাশেই মেয়েকে দাফন

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে শহীদ পটুয়াখালীর জসিম হাওলাদারের কলেজ ছাত্রী (১৭) মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে তার জানাজায় অংশ নেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক শহিদুল ইসলাম ফাহিমসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

রবিবার (২৭ এপ্রিল) রাতে সাড়ে ৮টার দিকে বাড়ির আঙিনায় বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানাবাড়িতে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন কলেজশিক্ষার্থী। ধর্ষণের সময় এজাহারভুক্ত আসামিরা তার নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে কাউকে কিছু না বলার হুমকি দেয়এরপর ২০ মার্চ দুমকি থানায় মামলা করেন ছাত্রী।

মামলার এজাহারভুক্ত ১৭ বছর বয়সী কিশোরকে ওইদিনই গ্রেপ্তার করা হয়। ২১ মার্চ অন্য আসামিকে পিরোজপুরের নাজিরপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়। ওই ঘটনার পর থেকে কলেজছাত্রী ঢাকার আদাবর থানা এলাকার শেখেরটেকে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। শনিবার রাতে সেখানেই আত্মহত্যা করেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শহীদ | কলেজ ছাত্রী