সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে বজ্রপাতে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম রিমন তালুকদার (২০)। তিনি শাল্লা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও আটগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।
সোমবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , রিমন সোমবার সকালে গরু চরাতে পাশের গ্রামের বুড়িগাঙ্গাল হাওরে যান। এ সময় হঠাৎ করে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। সে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করলে আকস্মিকভাবে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় তার সঙ্গে থাকা গরুটিও মারা যায়।
ওসি শফিকুল ইসলাম বলেন , বজ্রপাতে মৃত্যু হওয়া কলেজ ছাত্রের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসকে//