আইন-বিচার

আশুলিয়ায় মরদেহ পুড়ানোর নতুন ভিডিও পেয়েছি : প্রসিকিউটর মিজানুল ইসলাম

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় নিহতদের মরদেহ পুড়িয়ে দেয়া হয়। মরদেহগুলো ভ্যানে স্তূপ করে আগুন দেয়ার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনার নতুন আরেকটি ভিডিও হাতে পেয়েছে তদন্ত সংস্থা। দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।

আজ সোমবার সকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মিজানুল ইসলাম জানান, এখন ওই ভিডিও যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত সংস্থার এক মাস সময় প্রয়োজন। ভিডিওটি যাচাই-বাছাই শেষে আগামী ২৫ মে ওই বিষয়ে আদালতে প্রতিবেদন জমা দেয়া হবে।

বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ঠিক করে দিয়েছেন।

প্রসিকিউটর মিজানুল বলেন, তদন্ত পর্যায়ে আমরা একটা ভিডিও উদ্ধার করেছি। সেখানে কারা কিভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেছে তা দেখা যাচ্ছে। তদন্ত পর্যায়ে নতুন কোন তথ্য-উপাত্ত আসলে এটাকে অবহেলা করার সুযোগ নাই। বিচার বিলম্বিত নয়, ন্যায় বিচারের স্বার্থে এই সময় নেয়া হয়েছে।

এই বহুল আলোচিত মামলার তদন্ত যখন শেষের পথে, ঠিক তখনই আসে আরেকটি বিস্ফোরক ভিডিও। যেখানে ধরা পড়ে লাশ পোড়ানোর আগে গুলি করে হত্যার নির্মম চিত্র। অ্যাডভোকেট মিজানুল ইসলাম জানান, দুজন হত্যাকারীকে শনাক্ত করা গেছে। বাকিদের শনাক্তের চেষ্টা চলছে।

 

তিনি আরও জানান, নতুন করে শনাক্ত হওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করা হবে। 

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন আশুলিয়া | নিহতদের মরদেহ পুড়িয়ে | আন্তর্জাতিক অপরাধ