চুল সাজানো শুধু রূপচর্চা নয় বরং, আত্মপ্রকাশের এক নিঃশব্দ ভাষা। তাই তো কেশবিন্যাসে সামান্য পরিবর্তনও এনে দিতে পারে সাজের এক সম্পূর্ণ নতুন মাত্রা। প্লাস্টিকের সস্তা ক্লাচার বা ববি পিনের যুগে দাঁড়িয়ে যদি আপনি আলাদা কিছু চান, তবে এবার সময় এসেছে হেয়ার অ্যাক্সেসরিজ এ রুচির ছাপ রাখার।
প্লাস্টিক নয়, ধাতব ক্লিপে নান্দনিকতার ছোঁয়া
সব জায়গায় সহজলভ্য আর সস্তা বলে প্লাস্টিকের ক্লাচারের কদর এখনো তুঙ্গে। কিন্তু ফ্যাশনের মানে তো আলাদা কিছু করে দেখানো! তাই বদলে ফেলুন ক্লাচার, রাখুন ঘরে কিছু ধাতব ক্লিপ ছিমছাম ডিজ়াইনের, রুচিশীল ছোঁয়ায় ভরপুর। চুলে এমন ক্লিপ বসলে তার সৌন্দর্য যেন ফুটে ওঠে এক নতুন আলোয়।
বাটারফ্লাই ক্লিপের বদলে কোরিয়ান বো নান্দনিক আর মজবুত
ছোট ছোট ক্লিপে আর কত দিন? কোরিয়ান স্টাইলে বো এখন আন্তর্জাতিক ফ্যাশনের মঞ্চে রাজ করছে। শুধু দেখতে নয়, ব্যবহারেও সুবিধাজনক। চুল থাকবে জড়ো, আর আপনার স্টাইল একেবারে পারফেক্ট!
ববি পিন নয়, এখন ব্রুচের যুগ
যে চুল অনায়াসে উড়ে যেতে চায়, তাকে আটকে রাখার ভরসা ছিল ববি পিন। কিন্তু সেই অধ্যায় শেষ। এখনকার ফ্যাশন সচেতন প্রজন্ম বেছে নিচ্ছে চুলে ব্যবহারযোগ্য ব্রুচ দেখতেও স্টেটমেন্ট, কাজেও দুর্দান্ত। আপনার কেশসজ্জাও হয়ে উঠবে রূপকথার মতো।
বড় স্ক্রানচির বিদায়, ছোট স্ক্রানচির স্বাগত
এক সময় বড় স্ক্রানচির কদর ছিল প্রবল। কিন্তু এখন সময় বদলেছে, সঙ্গে বদলেছে রুচি। ছোট স্ক্রানচির রঙিন বাহারে মজেছে ফ্যাশন-প্রেমীরা। আপনি কি এখনো বড় স্ক্রানচি আঁকড়ে আছেন?
সরু ব্যান্ড নয়, এবার মোটা ব্যান্ডেই নজর কাড়ুন
অদৃশ্য ব্যান্ডে চুল বাঁধার দিন গেছে। এখন কেশবিন্যাসও হয়ে উঠছে প্রকাশের এক মাধ্যম। রঙিন, মোটা, আর্টিস্টিক ডিজ়াইনের ব্যান্ড এখন টপ ট্রেন্ডে। আপনার সাজেও আসুক এমন কিছু সাহসী ছোঁয়া।
একঘেয়ে ব্যান্ড নয়, পনিটেল কাফে থাকুক স্টাইলের মোড়ক
গ্রীষ্মের দাবদাহে খোলা চুল যেন যন্ত্রণার নামান্তর। কিন্তু চুল বাঁধাও তো হতে পারে ফ্যাশনের অংশ। রোজকার সেই একই ব্যান্ড ছেড়ে এবার নিন পনিটেল কাফ শুধু আরাম নয়, সাথে মিলবে আধুনিকতার স্পর্শ।
চুল বেঁধে রাখার সামগ্রী আর নেহাতই প্রয়োজনীয় জিনিস নয় বরং, তা এখন সাজের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই প্লাস্টিকের মোড়ক ভেঙে এবার নিজেকে মেলে ধরুন এক নতুন কেশছন্দে। ফ্যাশনের মূলমন্ত্র তো একটাই নিজেকে নতুন করে খুঁজে পাওয়া।
এসকে//