ক্রিকেট

লিড এনে দিয়ে ফিরলেন শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে লিড পেয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২২৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। 

জবাবে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর জুটিতে সেই রান টপকে লিড পায়।  তবে মুশফিকুর রহিমের সঙ্গে ৬৫ রানের জুটি ভেঙ্গে আউট হয়েছেন শান্ত। আউট হবার আগে তিনি করেছেন ৫৪ বলে করেছেন ২৩ রান। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৬৪ রান। ফলে টাইগাররা পেয়েছে ৩৭ রানের লিড। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) ২৯৭ রান নিয়ে খেলতে নামা জিম্বাবুয়ে আজ কোন রান যোগ করতে পারেনি। দিনের প্রথম বলেই শেষ উইকেট হারিয়ে আগের দিনের রানেই থেমে যায় ইনিংস।

 

জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু এনে দেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক। দুজনে মিলে গড়েন ১১৮ রানের জুটি। ৩৯ রান করে এনামুল আউট হয়ে গেলেও শতক তুলে নেন সাদমান। ৩৩ রান করে তাঁকে সঙ্গ দেন মমিনুল হক। সেঞ্চুরি হাঁকিয়ে ১২০ রান করে ফিরে যান সাদমানও।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শান্ত | লিড