আন্তর্জাতিক

ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিত করলো পাকিস্তান

ছবি: সংগৃহীত

কাশ্মীরে একটি ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় কোয়াডকপ্টারটি ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউন

প্রতিবেদনে বলা হয়, কোয়াডকপ্টার হচ্ছে মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন। সামরিক ক্ষেত্রে এটি গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়।

পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এক্সপ্রেস ট্রিবিউন জানায় কোয়াডকপ্টারটি নজরদারি কার্যক্রম চালানোর চেষ্টা করছিল। ঠিক সেই সময় সতর্ক অবস্থানে থাকা পাকিস্তানি সেনাবাহিনী সেটিকে গুলি করে নামিয়ে দেয়।

এর আগে গেলো ৫দিন যাবত কাশ্মীর সীমান্তে পরমাণুশক্তি ধর দুই দেশের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 

এদিকে সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তির আওতায় নিজেদের প্রাপ্য পানির হিস্যা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেবে পাকিস্তান। এমন ঘোষণা দিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। 

সোমবার উচ্চপর্যায়ের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তানিরা নিজেদের পানি অধিকার রক্ষায় সব পদক্ষেপ নেবে। ভারতের পদক্ষেপকে একতরফা ও বেআইনি আখ্যা দিয়ে তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইন এবং চুক্তি লঙ্ঘন।  

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | ভারত | কাশ্মীর