চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম দুই সেশন দুর্দান্ত খেললেও, শেষটা বেশ খারাপ হলো বাংলাদেশের জন্য। তারা ৭ উইকেট হারিয়ে ২৯১ রানে দিন শেষ করেছে। বাংলাদেশের হাতে ৩ উইকেট, জিম্বাবুয়ের চেয়ে ৬৪ রানে এগিয়ে আছে দলটি। মেহেদী হাসান মিরাজ ১৬ ও তাইজুল ইসলাম ৫ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় দিনের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ব্লেসিং মুজারাবানিকে প্রথম বলে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এতে গুটিয়ে যায় জিম্বাবুয়ে দল।
টেস্টে দীর্ঘদিন পর ওপেনিং জুটিতে ১০০ পার করেছে বাংলাদেশ। জুটিতে ছিলেন এনামুল হক বিজয় ও সাদমান ইসলাম। দলীয় ১১৮ রানে এনামুল ৩৯ রানে ফিরলে ভেঙে যায় জুটি। একপাশ আগলে খেলতে থাকেন সাদমান। শেষপর্যন্ত সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। যার তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয়।
সাদমানের সঙ্গে মুমিনুল হক ভালো জুটি গড়ে তোলেন। মুমিনুল অবশ্য ৩৩ রানে বিদায় নেন। সাদমান আউট হন ১২০ (১৮১) রানে। এরপর নাজমুল হোসেন শান্তও ইনিংস বড় করতে পারেননি, ২৩ রানে ফিরেছেন।
মুশফিকুর রহিম শিকার হয়েছেন রানআউটের, লম্বা হয়নি তার ৪০ রানের ইনিংস। জাকের আলী ৫ ও নাঈম হাসান আউট হয়েছেন ৩ রানে। দিনের শেষে এই তিন উইকেটই বাংলাদেশকে ভুগিয়েছে।
জিম্বাবুয়ের পক্ষে বল হাতে ভিনসেন্ট মাসেকেসা একাই ৩ উইকেট সংগ্রহ করেছেন।
এমএইচ//