বিনোদন

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টার পর রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তার শরীরের পরনের কাপড় ছিঁড়ে ফেলে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে সিদ্দিককে মারধর করে এবং আওয়ামী লীগের 'দোসর' আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে তাকে থানার দিকে নিয়ে যাচ্ছেন। থানা চত্বরে প্রবেশের পর পুলিশ বাহিনী বাইরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরে অভিযুক্তদের কাছ থেকে সিদ্দিককে নিজেদের হেফাজতে নেয়।

তবে সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ করা ব্যক্তিরা কোন সংগঠন বা রাজনৈতিক দলের সদস্য কি না, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ভিডিওতে একজন ব্যক্তি ঘটনাস্থল থেকেই ধারাবিবরণী দিতে শোনা যায়। তিনি বলেন, “আমরা সিদ্দিককে, আওয়ামী লীগের একজন দালালকে পুলিশে হস্তান্তর করছি।”

এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সিদ্দিক একজন সুপরিচিত টেলিভিশন অভিনেতা হলেও অতীতে তিনি রাজনৈতিক অঙ্গনেও সক্রিয় ভূমিকা রেখেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার ঢাকা-১ (গুলশান) এবং টাঙ্গাইলের মধুপুর আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন চেয়েছিলেন।

ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এটিকে ‘রাজনৈতিক বিদ্বেষপ্রসূত হামলা’ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ সিদ্দিকের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন তুলছেন।

 

এসি//