আইন-বিচার

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

বায়ান্ন প্রতিবেদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 বুধবার (৩০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম সিদ্দিকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ ৭ দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বেইলি রোড থেকে সিদ্দিককে আটক করে কয়েকজন যুবক। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী হাওলাদার।

এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, সিদ্দিকুর রহমান সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় সরাসরি বা পরোক্ষভাবে জড়িত।

অভিযুক্ত অভিনেতা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং একাধিকবার নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন চেয়েছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন অভিনেতা সিদ্দিক | রিমান্ড