দেশজুড়ে

কর্ণফুলী নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলী নদী থেকে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  বুধবার (৩০ এপ্রিল) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহতের নাম রাহাত খান (১২)। সে চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।  পাশাপাশি চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য।

স্বজনরা জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাহাত স্কুলে গিয়েছিল। ছুটির পর বাসায় ফেরেনি। 

পুলিশ জানিয়েছে, নিহতের স্বজন ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে অভিযোগ করছেন ছেলেটির শরীরে আমরা অস্বাভাবিক কিছু দেখা যায়নি। কি কারণে তার মৃত্যু হলো ময়নাতদন্ত করে জানা যাবে।  

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রামে | স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার