দেশজুড়ে

সেনা অভিযানে আগারগাঁও থেকে অপহৃত ৪ কিশোর উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁও থেকে অপহৃত ৪ কিশোরকে উদ্ধার করেছে সেনাবাহিনী। আগারগাঁওয়ের আমতলী বস্তি এলাকায় সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

উদ্ধারকৃতরা হলেন, মো. আমিরুল ইসলামের ছেলে মো. আলভী রহমান (১৫), মো. সোহেলের ছেলে মো. সজল (২০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. ইয়াসিন আরাফাত (১৬), ও মো. মেহেদীর ছেলে মো. হৃদয় আহমেদ (১৫)। তারা সবাই আগারগাঁওয়ের পাকা মার্কেট এলাকার বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে আগারগাঁওয়ের এক নারী তার ছেলেকে অপহরণ করার অভিযোগ নিয়ে টহলরত সেনাবাহিনীর কাছে হাজির হন। অভিযোগের ভিত্তিতে জানা যায়, আরও তিনজন কিশোরসহ মোট চারজনকে অপহরণ করা হয়েছে এবং অপহরণকারীরা মোবাইল ফোনে যোগাযোগ করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছেন।

এই অভিযোগ পাওয়ার পরপরই সেনা টহল দল ঘটনার অনুসন্ধান শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অপহরণকারীদের অবস্থান চিহ্নিত করা হয়। এসময় আগারগাঁওয়ের আমতলী বস্তি এলাকায় অভিযান চালালে তাদের উপস্থিত টের পেয়ে অপহরণকারীরা দৌড়ে পালিয়ে যায়।

পরে সেখান থেকে অপহৃত চার কিশোরকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন অপহৃত | উদ্ধার | সেনাবাহিনী | সেনা অভিযান