আইন-বিচার

রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বুধবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলের চূড়ান্ত শুনানি শেষে এ আদেশ দেন।

চিন্ময়ের জামিন চেয়ে করা আবেদনের প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলে জানতে চাওয়া হয়, কেন তাকে জামিন দেওয়া হবে না। এরপর গত ২৩ এপ্রিল মামলাটি শুনানির জন্য ৩০ এপ্রিল দিন ধার্য করেন আদালত। আজ শুনানি শেষে রুল ‘অ্যাবসলিউট’ (যথাযথ) ঘোষণা করে জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

চিন্ময়ের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক এবং আব্দুল জব্বার ভূঁইয়া।

আইনজীবী অপূর্ব কুমার বলেন, আজকের আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ অক্টোবর চিন্ময়ের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। পরে ওই বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে।

এ ঘটনায় ফিরোজ খানকে পরবর্তীতে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়। একই মামলায় চিন্ময়সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরপর ২২ নভেম্বর চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরেকটি বড় সমাবেশ হয়। এরপরই ২৫ নভেম্বর ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সেদিন আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে চিন্ময়ের অনুসারীদের সংঘর্ষ হয়। এতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকে কারাগারেই ছিলেন চিন্ময়।

পরবর্তীতে চলতি বছরের ২ জানুয়ারি তার জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে জামিন আবেদন করলে আজ তা মঞ্জুর হয়।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন চিন্ময় কৃষ্ণ দাস | হাইকোর্ট