জাতীয়

কারামুক্ত হলেন মডেল মেঘনা

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলায় কারাগারে থাকা মডেল মেঘনা আলম জামিনে মুক্ত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। 

এর একদিন আগে সোমবার (২৮ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ তার জামিন মঞ্জুর করেন।

দায়ের করা মামলায় অভিযোগ রয়েছে, তিনি দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা ২/৩ জনের সঙ্গে মিলে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য হিসেবে কাজ করতেন।  এ চক্রটি সুন্দরী তরুণীদের ব্যবহার করে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে, পরে অবৈধ সম্পর্কের ভয় দেখিয়ে ব্লাকমেইল করে অর্থ আদায় করত।

দেওয়ান সমির ‘কাওয়াই’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিইও ও ‘সানজানা ইন্টারন্যাশনাল’ নামক ম্যানপাওয়ার প্রতিষ্ঠানের মালিক।  এছাড়া মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানেও ছিলেন।  তিনি ও তার সহযোগীরা সুন্দরী নারীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ দিয়ে বিদেশি কূটনীতিক ও ধনাঢ্য ব্যবসায়ীদের কাছে সহজ যোগাযোগ নিশ্চিত করতেন বলে মামলায় উল্লেখ রয়েছে। 

গেলো ৭ এপ্রিল বসুন্ধরার বাসা থেকে মেঘনাকে গ্রেপ্তার করে পুলিশ এবং ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশে তাকে কারাগারে পাঠানো হয়।  এরপর ১৭ ও ২২ এপ্রিল দুই দফায় মোট ৯ দিনের রিমান্ড শেষে ২৭ এপ্রিল তাকে কারাগারে পাঠানো হয়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মডেল মেঘনা আলম | কারামুক্ত