বিনোদন

মা দীপিকা, দাদু অমিতাভ তা হলে শাহরুখ-কন্যার স্বামী কে ?

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

শাহরুখ খান তার মেয়ে সুহানা খান এর প্রথম চলচ্চিত্র ‘দ্য আর্চিস’ দিয়ে তাকে বলিউডে পরিচিতি দেয়ার পর এবার তার দ্বিতীয় ছবি ‘কিং’ এর জন্য পুরোপুরি প্রস্তুত।  আর শাহরুখ এইবার সুহানাকে সুরক্ষিত রাখতে সশস্ত্র একটি বলয় গড়ে তুলেছেন, যার মধ্যে থাকছেন বলিউডের দুই মহাতারকা দীপিকা পাড়ুকোন ও অমিতাভ বচ্চন।  তবে প্রশ্ন উঠছে, তাহলে কি সুহানার স্বামীর ভূমিকায় দেখা যাবে অগ্যস্ত নন্দা-কে?

গুঞ্জন শুরু হয়েছে, ‘কিং’ ছবিতে সুহানা খান অভিনয় করবেন নায়িকা হিসেবে এবং তার মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এই ছবির পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। দীপিকার সাথে চুক্তি সম্পন্ন হয়েছে বলে খবর সরব ফেলেছে।  তবে বিষয়টি এখানেই শেষ নয়, বিশেষ চরিত্রে অমিতাভ বচ্চনও আসছেন।  তিনি ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।  যার সঙ্গে তার দীর্ঘ অভিজ্ঞতা ও শাহরুখের সঙ্গে সম্পর্ক ছবিটিকে আরও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন আর এই ছবি তাদের জন্য নতুন সহযোগিতা হতে চলেছে।  এমনকি পরিচালক এবং প্রযোজকরা নিশ্চিত, অমিতাভ নাকি এই ছবির প্রস্তাব ফিরিয়ে দিতে পারবেন না। 

এখানে সবচেয়ে চমকপ্রদ গুঞ্জন হলো সুহানার প্রথম ছবির নায়ক অগ্যস্ত নন্দা কি ‘কিং’ ছবিতে সুহানার স্বামীর চরিত্রে অভিনয় করবেন? ‘দ্য আর্চিস’ ছবিতে সুহানার বিপরীতে অগ্যস্তকে দেখা গিয়েছিল এবং এখন শোনা যাচ্ছে বাস্তবেও তাদের সম্পর্কের গুঞ্জন উঠেছে।  অনেকেই মনে করছেন, দুই তারকার মধ্যে সম্পর্কের নতুন পর্যায় আসতে পারে যা পর্দাতেও ফুটে উঠবে।

প্রথমে ‘কিং’ ছবিটি পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষ ও তার মেয়ে দিয়ার।  সুজয়ের পরিকল্পনা ছিল শাহরুখ খান ও সুহানা খানের মধ্যে গভীর সম্পর্কের গল্প তুলে ধরা, যেখানে রহস্য এবং রোমান্স থাকবে। তবে পরে ছবির পরিচালনা দায়িত্ব সিদ্ধার্থ আনন্দের হাতে চলে আসে এবং শোনা যাচ্ছে, দীপিকা পাড়ুকোন শাহরুখের নায়িকার চরিত্রে অভিনয় করবেন।  এই ছবির মাধ্যমে আবারও তারা একসঙ্গে কাজ করতে চলেছেন।

সবকিছু ঠিক থাকলে  মে ২০২৫ এ ‘কিং’ ছবির শুটিং শুরু হতে পারে এবং ছবির প্রযোজনায় থাকবে রেড চিলিজ প্রোডাকশনস।  সিনেপাড়ার অনেকেই আশা করছেন ‘কিং’ ছবিটি সুহানার ক্যারিয়ারের জন্য একটি বড় টার্নিং পয়েন্ট হবে এবং এটি একটি ব্লকবাস্টার হতে চলেছে।

শাহরুখ খান এবং তার পরিবারের সদস্যদের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত।  কারণ তারা শুধু সুহানাকে সুরক্ষিতভাবে বলিউডে প্রবেশ করাচ্ছেন না বরং, একাধিক বড় তারকাদের সঙ্গে তার সহযোগিতা নিশ্চিত করে তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন।  দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন এবং অগ্যস্ত নন্দা এই সব তারকার উপস্থিতি সুহানার প্রথম কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  তবে সবকিছুর মধ্যে একটি প্রশ্ন রয়ে যাচ্ছে, ‘কিং’ ছবিতে শেষ পর্যন্ত সুহানার স্বামী কে? এটাই এখন সিনেপাড়ায় সবচেয়ে আলোচিত বিষয়।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন শাহরুখ খান | অমিতাভ