ক্রিকেট

মিরাজের সেঞ্চুরিতে বড় লিডে পেলো বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নিলেন মেহেদী হাসান মিরাজ। সেই সাথে বাংলাদেশকেও এনে দিলেন বড় লিড। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২২৭ রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪৪৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে লিড পেয়েছে ২১৭ রানের।

বুধবার (৩০ এপ্রিল) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় দিনের শুরু করেন মিরাজ ও তাইজুল ইসলাম। তবে ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। অপর প্রান্ত আগলে রেখে তানজিম সাকিবকে নিয়ে ৭০ বলে ফিফটি তুলে নেন মিরাজ।  দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশন শেষে ৪০৪ রান তোলে স্বাগতিকরা।  

দ্বিতীয় সেশনেও ৮০ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন সাকিব।  তবে ১৪৩ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন মিরাজ।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন জিম্বাবুয়ে | সেঞ্চুরি | মিরাজ