পটুয়াখালীর মহিপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ২০ ভরি স্বর্ণ ও ২ লাখ ২ হাজার টাকা লুট করে। এ সময়ে পরিবারের ৩ জনকে পিটিয়ে জখম করে ডাকাত দলের সদস্যরা। আহতরা হলেন, লুনা আকন(৪০), তার সেজো ভাই জুয়েল আকন(৪৫),মা মোসা: হাসিনা বেগম (৭৫)।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে মহিপুর থানার সদর মহিপুর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আ: সালাম আকনের ছোট ছেলে তানভির আহাম্মেদ লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীরা জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশ পরিহিত এক দল ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের সকলের হাত, পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট করে তারা।
মো: লুনা আকন জানান, ডাকাত দলের সদস্যরা প্রথমে ঘরের কেচি গেট ভাঙে। এরপর ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকেই তাকে এবং ঘরে থাকা সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে এলোপাতারি মারধর করে।
তিনি বলেন, এসময় ডাকাতরা তার স্ত্রী এবং মায়ের আনুমানিক ২০ ভরি স্বর্ণ ও ২ লক্ষ দুই হাজার টাকা লুট করে। তাদের হাতে আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ছিল।
মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে
এমএ//